শনিবার সকাল ১১:৪৫, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

৪৩৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। রোববার ঠাকুরগাঁও সার্কিট হাউজে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকীতে তার জন্য দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ খলিলুর রহমান।

জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এ সময় সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, এন.এস.আই’র যুগ্ম পরিচালক হেমায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।


শেষে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি