শনিবার সকাল ৮:০৩, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

মানবিক যোদ্ধা পায়েল ও কিছু কথা

৭৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাজাদপুর ইউনিয়নের দেওড়া গ্রামে জন্ম নেওয়া সদা হাস্যমুখের সাধাসিধে এক তরুণের নাম পায়েল। জীবিকার্জনের লক্ষে ২০১৫ সালে পাড়ি জমান সৌদি আরব।

প্রবাস জীবনে বসবাস করলেও পায়েল ভুলেনি, দেশ মাটি ও মানূষের কথা। যখনই
দেশমাতৃকার কথা স্বরণ হয়েছে, তখনই কেঁদেছে ভাসিয়েছে আপন বুক। নিজ গ্রামের মানুষের কাছে স্ব- কর্মের গুণে কুড়িয়েছেন অসহায় মানুষের ভালবাসা। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কাছে এই পায়েল এক ভালবাসার নাম। এছাড়া ও জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে ও নিজেকে আড়াল করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পায়েল।

প্রচারবিমুখ মানবিক এই যোদ্ধা সব সময় চান আড়াল থেকেই দেশ ও মানুষের কল্যাণ কাজ করে যেতে… জন্মসূত্রে তার নামটি পায়েল হলেও কর্ম তাকে মানবিক যোদ্ধার তিলক এঁটে দিয়েছে। এলাকার সাধারন মানুষের কাছে পায়েল একটি নাম নয়!

পায়েল একটি মানবিক সৈনিক, যে নিজের উপার্জিত অর্থ অবলীলায় তুলে দেন
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের হাতে । কিন্তু বরাবরই আড়ালে থেকে যান, মানবতার ফেরিওয়ালা এই পায়েল। পায়েল আজ তার কর্ম গুনে জায়গা করে নিয়েছেন হাজারো অসহায়ের মনে যে মন প্রাণ গুলো থেকে পায়েলের প্রতি উড়ে আসে মন প্রাণ উজার করা দোয়া ও ভালবাসা!

পায়েলরাই হোক আগামীর অনুপ্রেরণা… প্রজন্ম থেকে প্রজন্ম ধরে জন্মাতেই থাকুক
মানবিক যোদ্ধা পায়েলরা।

মাহফুজুর রহমান পুষ্প

প্রতিষ্ঠাতা ও সভাপতি

মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই

Some text

ক্যাটাগরি: সমকালীন ভাবনা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি