বুধবার দুপুর ১২:১৩, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই নভেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ের চৌহাট-গ্রোমগ্রামের প্রধান সড়কের বেহাল অবস্থা

৫৭০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রাজধানী ঢাকার অদূরে ধামরাই উপজেলার চৌহাট, চরচৌহাট হয়ে গ্রোমগ্রাম বাজার পর্যন্ত প্রধান সড়কটির বেহাল অবস্থা৷ প্রতিনিয়ত-ই মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতালসহ অফিসের কাজে রাজধানী ঢাকাসহ ধামরাই শহরে প্রতি দিন গড়ে কয়েক হাজার লোক এই রাস্তায় চলাচল করে৷

কিন্তু রাস্তাটি পাঁকা না হওয়ার কারনে অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে যায়, ফলে এলাকার জনগনের সর্বক্ষণ পোহাতে হচ্ছে দূর্ভোগ৷ বার বার জনপ্রতিনিধিরা রাস্তাটি পাঁকা করে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবতা দেখছেন না এলাকাবাসি ৷

এ জন্য এলাকাবাসির জোর দাবী অনতিবিলম্বে রাস্তাটি পাঁকা করে দেওয়ার ব্যবস্থা করা হউক ৷

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি