শনিবার দুপুর ১২:৩১, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা নভেম্বর, ২০২৪ ইং

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ১: আহত ৩

৪৪৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের কালাইয়ে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি খাদে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর মাবিয়া বেগম (৬০) কালাই উপজেলার পাঁচগ্রামের মৃত সিদ্দিকের স্ত্রী ।

আহতরা হলো-পাঁচগ্রামের তায়েবের স্ত্রী মুক্তা বেগম (৩৫), মুনছুর রহমানের স্ত্রী জেলেদা (৩০) এবং বেলাল প্রামাণিকের ছেলে রাব্বি (২২)।

কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে ভটভটি যোগে বাড়ী ফিরছিলেন কয়েকজন যাত্রী । পথে জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের পুনট বাস স্ট্যান্ড এলাকায় পৌছুলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে চারজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে মাবিয়ার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যেই সে মারা যায়।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি