শনিবার দুপুর ১:২২, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই অক্টোবর, ২০২৪ ইং

হায়রে মানুষ, কবে হবে হুশ

৭৪৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ বৃহস্পতিবার ১১ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, মানুষের কেনাকাটার ধুম। করোনা বলতে যে কোনো ভাইরাস আছে, সেটা কারো উপলব্ধিতেই নেই। আনন্দে মেতে উঠেছি আমরা বাঙালি। ভাদুঘর বাস স্ট্যান্ড, কাউতলী মোড়, কালিবাড়ি মোড়, সুপারমার্কেটের সামনে, কে দাসের মোড়, কুমারশীল মোড় এসব জায়গাগুলোতে ঘুরে দেখা যায়, মানুষের উপচে পড়া ভিড়।

করোনা তাদেরকে দেখে লজ্জায় পালিয়েছে- এমন মনে হয়। দুয়েকজন পথচারীর সঙ্গে কথা বললে তারা বলে, “করোনা বলতে কিছু নেই। করোনা একটা গুজব।”

এদিকে গতকালও ২৪ ঘণ্টায় তিন হাজারের উপরে শনাক্ত হয়েছে। প্রতিদিনই এভাবে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কয়েকজন রিকশাচালকের সঙ্গে আলাপ করলে ওরা বলে, আর কত করোনা বলে ঘরে বসে থাকব? পেট তো করোনাকে ভয় পায় না।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি