শনিবার সকাল ১০:৩০, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে আরও ২ জন করোনায় আক্রান্ত, এ নিয়ে ৫ জন

৪০৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো ।নতুন করে হরিপুর উপজেলায় ১ জন ও রাণীশংকৈল উপজেলায় ১ জন।

শুক্রবার ১৭ এপ্রিল রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মোঃ মাহফুজার রহমান সরকার।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফিরোজ আলম জানান,উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও বাশবাড়ী গ্রামের ৭ বছর বয়সী এক মেয়ের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। শারীরিক অসুস্থতার কারণে (জ্বর-সর্দি) তার নমুনা সংগ্রহ করে পাঠালে আজ তার নমুনায় পজেটিভ রেজাল্ট আসে। মেয়েটিকে আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মো: মনিরুল হক খান জানান, উপজেলার বীরগড় এলাকার ২২ বছর বয়সী এক ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। সে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হরিপুরে আসে।

উল্লেখ,(গত ১১ এপ্রিল) প্রথম ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২জন এবং পীরগঞ্জ উপজেলায় একজনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। আজ ১৭ এপ্রিল হরিপুরে আবারও একজন ও রাণীশংকৈলে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ জন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি