সোমবার রাত ১:০৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসির অশ্রাব্য গালিগালাজের অডিও ভাইরাল

১১৫৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ এক ছাত্রকে অশ্রাব্য গালিগালাজ করছেন এমন একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে। তবে এই অডিও ক্লিপটি ভুয়া বলে দাবি করছেন ওসি।

অডিও রেকর্ড থেকে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আক্কেলপুর উপজেলার তিলকপুর পুনঘর গ্রামের জান আলম অপুকে ফোনে আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুমকির স্বরে বলছেন তুই সরকার এবং পুলিশের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিস। দশ মিনিটের মধ্যে থানায় হাজির হবি; পুলিশ গিয়ে যেন তুলে আনতে না হয়। সেই ফোনালাপটি ফেসবুক ও মেসেঞ্জারে ফাঁস হলে মুহুর্তই তা ভাইরাল হয়ে যায়, পরে যায় শোরগোল।

বিষয়ে জান আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় সে এ নিয়ে একটি ষ্ট্যাটাস দিয়েছে। তাতে সে লিখেছে, ছড়িয়ে পড়া ভুয়া অডিও ক্লিপের সাথে আমার সম্পৃক্ততা না থাকায় থানায় সাধারণ ডায়েরি করলাম। নিচে তার কপি দেয়া হলো। কেউ বিভ্রান্ত হবেন না, প্লিজ

আক্কেলপুর থানার ১৪ এপ্রিলের ৫২৮ নং জিডিতে তিনি উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার ব্যক্তিগত, ‘জান আলম অপুআইডি থেকে লক্ষ্য করি কে এম ওয়াহদুজ্জামান নামক এক আইডি থেকে একটি ভুয়া কল রেকর্ড আপলোড করা হয় এবং উক্ত কল রেকর্ডের মূল বক্তব্য এটা ছিলযে কোন একটি ইস্যু নিয়ে ওসি সাহেব আমাকে হুমকি দিচ্ছে। যেহেতেু কল রেকর্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন এবং এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কে বা কাহারা আমাকে ফাঁসানোর জন্য অথবা ওসি সাহেবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উক্ত ভুয়া রেকর্ডটি বানিয়ে প্রচার করতেছে। তাই বিষয়টি সাধারণ ডায়েরি করা প্রয়োজন

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জিডির কথা স্বীকার করে বলেন, অডিওটি সম্পূর্ণ বানানো। কে বা কারা শত্রুতামূলক ভাবে এটি তৈরি করে ফেসবুকে ছেড়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রও এটিকে ভুয়া বলে থানায় জিডি করে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে

উল্লেখ্য, জান আলম অপুর ফেসবুক পেইজে অডিওটি সত্য নয় বলে থানায় জিডিসহ একটি স্ট্যাটাস পাওয়া গেলেও পুলিশের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়নি

শফিউল বারী রাসেল : জয়পুরহাট থেকে

Some text

ক্যাটাগরি: খবর, ছবি ব্লগ, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি