মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে বিশেষ অভিযান চালিয়ে মদ, গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ২৭ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাট শহরের সুইপার কলোনীর মৃত ভদু হরিজনের ছেলে বাবলা হরিজন (৩২), নতুনহাট শেখপাড়ার আবুল শেখের ছেলে বেলাল শেখ (৩৫), পাঁচুরচক নয়াপাড়ার মৃত তায়েজের ছেলে আরমান আলী (৩৫), পাঁচুরচক সোনারপাড়ার আমিনুল ইসলামের ছেলে নাঈম উল্লাহ (১৯), মৃত রফিকুল ইসলামের ছেলে সোহান ইসলাম (১৮) ও মৃত গাজীউর রহমানের ছেলে সবুর হোসেন (২২), পাঁচুরচক ফকিরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২০), সাগরপাড়ার আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২০) ও মৃত সমরার ছেলে শ্যামল (৫৯), নিশিরমোড়ের আব্দুল জলিলের ছেলে রাব্বি (২১), মাষ্টারপাড়ার নাসিম হাসানের ছেলে নাঈম হাসান (২০), শান্তিনগরের মহাদেব কুমারের ছেলে রিংকু কুমার (২৬), সদর উপজেলার তেঘর গ্রামের আফাজ এর ছেলে জাফর ফকির (৬০), মাদারগঞ্জ গ্রামের আনসার আলীর ছেলে মারুফ হোসেন (২৫), শুকতাহার বৈরাগীপাড়া গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র মহন্তের ছেলে পলাশ চন্দ্র মহন্ত (৪২), হিচমী পরিষদপাড়া গ্রামের মৃত ইমার মন্ডলের ছেলে ভোলা (২৮), হিচমী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জামিল হোসেন (২৮), পূর্ব পারুলিয়া গ্রামের মৃত নারু গোপাল কুন্ডুর ছেলে নিরঞ্জন কুন্ডু (৫০), চকশ্যাম চারমাথা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কাজেম মোল্লা (৩২) ও মৃত হামিদ মন্ডলের ছেলে রাজু মন্ডল (৩৬), নারায়নপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে জাহিদ হাসান (২০), কড়ই পালপাড়া গ্রামের মানিকের ছেলে রাসেল (২৮), হানাইল উত্তরপাড়া গ্রামের তবারক উল্লাহর ছেলে এনামুল হক (২৭), জামালপুর গ্রামের মৃত চাঁন মিয়া কাজীর ছেলে সাজু কাজী (৫৫), সাওয়ালপাড়া গ্রামের বাসুদেব চন্দ্রের ছেলে শুভ্রতো (২৯) ও দ্বীপেন চন্দ্র মন্ডলের ছেলে বাপ্পি চন্দ্র (২২) এবং আক্কেলপুর উপজেলার চকভিলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হামিদুল ইসলাম (৫৫)।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে জেলার সদর থানাধীন ফায়ার সার্ভিস অফিসের পূর্ব পাশের্^ মাইক্রোবাস স্ট্যান্ড ও আশপাশ এলাকা এবং চকশ্যামপুর গ্রামের জনৈক লেবুর আম বাগান ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ লিটার মদ, পঞ্চান্ন গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের দুইটি পাইপ, একটি গাঁজা কাটার কাঁচি, চার বক্স দিয়াশলাই ও তিনটি গাঁজা সেবনের কলকিসহ ২৭ মাদক সেবীকে গ্রেপ্তার করে।
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় আমরা মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ হতে বিশেষ অভিযান শুরু করেছি। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]