শুক্রবার বিকাল ৪:২৮, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কবিতা: লজ্জা– সুলতানা বেগম

৭৭২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

📍আমার লজ্জা📍

—–সুলতানা বেগম

আমি গর্বিত, আমি নারী
আমি শংকিত নই —
রাঙ্গানো চোখের দৃষ্টিতে।
আমরন রবো উন্নত মস্তকে।।

যুগে যুগে ধরনীর বুকে
জন্মাতে চাই নারীর বেশে।
লোলুপতা বিনাশ করে —
সভ্যতার উন্মোচোন ঘটাতে।।

অসভ্যতা, অরাজকতা, লোলুপতা
আমার লজ্জা-আমার ব্যর্থতা
আমিই যে তাদের গর্বধারিনী মা,
জন্ম দিয়েছি! দিতে পারিনি শিক্ষা।।

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি