রবিবার সকাল ৭:১২, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই অক্টোবর, ২০২৪ ইং

অনলের অন্তরালে

৮৩৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঝরা পাতার মত জীবনটা ঝরে যাবে
দুমড়ে-মুচড়ে যাবে দেহটা,
জীবনটা যেন একটা ইতিহাস
অথবা কোন অজানা কাব্য,
যার প্রতিটি পাতায় রয়েছে
সুখ,দুঃখ, হাসি,কান্না,বিরহ, যাতনা।

কখনো দীর্ঘ সুখের পর যদি দুঃখ আসে
জীবনটা মনে হয় শূন্যে ভাসে,
আবার বেদনার প্রহর শেষে সুখ এলে
কষ্টের স্মৃতিগুলো হাতছানি দিয়ে ডাকে,
জীবনে সদা বেশি মনে যাতনার ভর।

কষ্ট আছে বলেই আনন্দে ভরে যায় মন
যেমন তিমির আধারে জ্যোতির মাঝে
আলোকিত চারিদিক ।
বেদনাহীন জীবনে নেই কোন আশা,
নেই ভালবাসা, শুধুই হতাশা

নিজের মাঝে আপনারে যে জন চিনে
সকলেরে বুঝতে পারে আপন প্রাণে,
মনের গভীরে অন্য মন
অনুভব জাগে প্রতিক্ষণ,
ঐ যে হাসছে ভণ্ড ধার্মিক অথবা ধর্ম ব্যবসায়ী
অত্যাচারী দানব আর মিছে মায়াময়ী,
ধ্বংস ও বিভেদে নেই কোন সুখ।

জীবের ভালবাসায় সুখ খুঁজে পাই,
কলকণ্ঠের সুমধুর ধ্বনিতে সুখ খুঁজে পাই,
পূর্ণিমার গগন পানে সুখ খুঁজে পাই,
সাগর পাড়ে চরন ধুয়ে সুখ খুঁজে পাই,
বাদলের রিমঝিম ছন্দে সুখ খুঁজে পাই,
গোলাপের সৌরভে সুখ খুঁজে পাই,
শিশির ভেজা ঘাসে সুখ খুঁজে পাই,
স্বাধীনতা আর ভাললাগায় সুখ খুঁজে পাই।

Some text

ক্যাটাগরি: সাহিত্য

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি