মঙ্গলবার রাত ১:১৭, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ক্ষেতলালে স্কুল ম্যানেজিং কমিটির সভায় হামলা: সভাপতিসহ আহত ২

১০৬৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির প্রথম সভায় সন্ত্রসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে সভাপতিসহ ২ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, পূর্ব নির্ধরিত তারিখ অনুযায়ী আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি প্রথম সভা দুপুর আড়াইটার সময় চলছিল। বিধি অনুযায়ী ওই প্রথম সভায় বিদ্যুৎসাহী সদস্য নির্বাচনের কথা ছিল। সভা চলাকালিন সময়ে সদস্যদের নিকট থেকে চাঞ্চল্যকর অপহরন মামলার আসামী এমদাদুল হক ও রেজাউল করিমের নাম প্রস্তাব করা হয়। কন্ঠ ভোটে এমদাদ হেরে গেলে ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি রাজুর ইন্ধনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এমদাদ বাহীনি জোরপূর্বক বিদ্যালয়ের কার্যালয়ে লাঠিসোটা নিয়ে প্রবেশ করে অতকিত হামলা চালায় সভাপতিসহ কমিটির সদস্যদের উপর। এসময় সভাপতি মনছুর রহমান ও অভিভাবক সদস্য ওমর আলী মারাত্বক আহত হন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরনের চেষ্টা চালায়। সে সময় শিক্ষকদের বাধার মুখে সন্ত্রাসীরা পিছু হটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম  বলেন, বিদ্যালয়ে মিটিং চলাকালীন সময়ে সন্ত্রাসীদের হামলা দুঃখজনক ও ন্যাক্কারজনক। আইন শৃঙ্খলা বাহিনীদের জরুরী পদক্ষেপ নেওয়া উচিৎ।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ এ.এস.এম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে জরুরী ভিত্তিতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি