সোমবার সকাল ৭:১০, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

আলোচিত আজাদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আদালতে আত্মসমর্পন

৬৩২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাট সদরের ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হত্যা মামলার মুল পরিকল্পনাকারী ভাদশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ভাদশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদ সদস্য হাতেম আলী প্রায় সাড়ে চার বছর পর আজ সোমবার আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের ৪জুন রাত পৌনে দশটার দিকে ভাদশা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বড় ভাই কাসমির বাদী হয়ে সদর থানায় ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে দুই আসামী বন্দুক যুদ্ধে নিহত হয় এবং বিভিন্ন সময় অন্যান্য ৪জন আসামী কারাগারে থাকলেও হত্যা মামলার মুল পরিকল্পনাকারী আসামী আওয়ামীলীগ নেতা হাতেম আলী পলাতক ছিলেন। আজ সোমবার সকালে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করলে আদালতের বিচারক এম.এ রব হাওলাদার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শফিউল বারী রাসল, জয়পুরহাট থেকে

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি