শুক্রবার বিকাল ৫:০৪, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানুষের ভাগ্যের পরিবর্তনে আ’লীগকে ঐক্যবদ্ধ হতে হবে- রমেশ চন্দ্র সেন

৪৯১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলো শক্তিশালী হিসেবে গড়ে তুলুন। আওয়ামী লীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তাই দলকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের স্বীকার হয়েছে।

তিনি বলেন,
আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধীরা,বিএনপি-জামায়াত আমাদের নেতাকর্মীদের উপর ব্যাপক নির্যাতন করেছে। মামলা দিয়ে হয়রানি করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল; এছাড়াও অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

তারপরও কিন্তু আওয়ামী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছে। আজ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের জন্য।

রমেশ চন্দ্র সেন বলেন, এখনও আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ১৪ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হত্যা করতে পারেনি। কারন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আপনাদের দোয়া রয়েছে।

আওয়ামী লীগকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। কেউ যদি আ.লীগকে নিয়ে ষড়যন্ত্র করে তাহলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দল শক্তিশালী হলে আমরা সবাই শক্তিশালী হব, দল শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে কঠোরভাবে দমন করার জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।

বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিনের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সভপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো,সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু,জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি,সাধারন সম্পাদক সানেয়ার পারভেজ পুলক,বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মানিক চাঁদ বর্মন প্রমুখ।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন সভাপতি বনি আমিন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম।

এসময় উপস্থিত কাউন্সিলরা তাদের কন্ঠ ভোটের মাধ্যমে পুণরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বনি আমিন ও সাধারন সম্পাদক হিসেবে মানিক চাঁদ বর্মনকে নির্বাচিত করেন।

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও থেকে

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি