বুধবার সকাল ১০:৫১, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

৫২৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হায়াত-উদ – দৌলা খাঁন। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি জননেতা আল মামুন সরকার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সংগীত শিল্পী আসিফ ইকবাল, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মহান মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, তিতাস আবৃত্তি সংগঠন এর আবৃত্তি শিল্পী বাছির দুলাল, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের শেখর, আলোর সিঁড়ি সেবা সংগঠনের সভাপতি সানিউর রহমান, সোনালী সকাল এর সভাপতি আবৃত্তি শিল্পী ফাহিম মুনতাসির প্রমুখ।

বক্তারা বলেন, হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি। এগুলোকে নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যদি আমরা আমাদের এই উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ও এগুলোকে ধারণ করবে। তারা শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে মাদক জুয়া থেকে মুক্ত থাকতে পারবে, তারা কখনো সন্ত্রাসবাদে জরিত হবে না। তাই সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা।

উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে তাহজীব আহমেদ চৌধুরীর গান, জেলা শিল্পকলা একাডেমির নাচ ও তিতাস আবৃত্তি সংগঠন এর দলীয় কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

সানিউর রহমান : অনলাইন এক্টিভিস্ট

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি