শনিবার সকাল ১০:৫৫, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা নভেম্বর, ২০২৪ ইং

জেডিসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শককে কারাদণ্ড

৫৬০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁও পৌরসভাধীন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরিদর্শন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করার সময় ২’জন কক্ষ পরিদর্শক নকল সরবরাহের দায়ে আটক হন।

শনিবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন মাদ্রাসা কেন্দ্রে তাৎক্ষণিকভাবে উপস্থিত হন।পরে ২ জন কক্ষ পরিদর্শককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ।

আটককৃতরা হলেন হরিহরপুর আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মনসুর আলী, ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসার সরকারি শিক্ষক আয়েশা সিদ্দিকা।এছাড়া কেন্দ্রের নিয়ম বহির্ভূতভাবে মোবাইল ফোন রাখার অভিযোগে ২ জন কক্ষ পরিদর্শককে আর্থিক জরিমানা করা হয়েছে।

অন্যদিকে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদেরকে জেডিসি পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বালিয়াডাঙ্গীর সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এ রায় দেন।

নুরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি