শুক্রবার সন্ধ্যা ৬:৫৮, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১১ই অক্টোবর, ২০২৪ ইং

ইএসডিও-সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প -২(সফল) এর আওতায় সেরা পরিবার সন্মাননা প্রদান অনুষ্ঠান ও”ভালো থাকার গল্প”পর্ব-২ নাটক মঞ্চস্থ

৫৩৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)- সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প -২(সফল)এর আয়োজনে ঠাকুরগঁাও সদর উপজেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেরা পরিবার ক্যাম্পেইনের নাটক ”ভালো থাকার গল্প” পর্ব-২ মঞ্চস্থ করা হচ্ছে এর ধারাবাহিকতায় গতকাল ২৬ নভেম্বর মঙ্গলবার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে সেরা পরিবার সন্মাননা প্রদান অনুষ্ঠান ও নাটক মঞ্চায়িত করা হয়।

শাপলা নাট্যগোষ্ঠী নাটকটি উপস্থাপন করেন সকাল ১১ ঘটিকায় রুহিয়া পশ্চিম ইউনিয়নের বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রকল্পের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার শরিফ আহম্মেদ শাহ্ এর সঞ্চালনায় ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল কুমার সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী আফাজ উদ্দিন আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশের সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প -২(সফল) প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আক্তার জাহান ফাদিয়া সুলতানা ,ওয়াটার এইড বাংলাদেশের সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প -২(সফল ) রংপুর জোনাল ম্যানেজার রেজাউল হুদা মিলন ও ইএসডিওর প্রোগ্রাম কো- অর্ডিনেটর যামিনী কুমার রায় প্রমূখ।

এছাড়াও ইউপি সদস্য /সদস্যা ,সিবিও কমিটির সন্মানিত সদস্যবৃন্দ ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত নাটকটি দেখতে গ্রামের শত শত নারী ,পুরুষ ও স্কুল ,কলেজ পড়–য়া ছেলে মেয়েরা উপস্থিত হয়। নাটকটি প্রদর্শন শেষে নির্বাচিত ইউনিয়নের ২ টি ওয়ার্ডের মোট ৫ টি পরিবারকে সেরা পরিবারের পুরুস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ টি ইউনিয়নের মানুষের মাঝে নিরাপদ পানি পান নিশ্চিত করন ,স্বাস্থ্য সন্মত পায়খানা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করন সহ সাবান দিয়ে দুইহাত ধোয়া অভ্যাস চর্চা গড়ে তোলার লক্ষে দাতা সংস্থা ওয়াটার এইড এর অর্থায়নে গত এপ্রিল ২০১৭ সাল হতে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে।

নুরে আলম ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি