শুক্রবার বিকাল ৩:৩৭, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা বন্ধের লক্ষ্যে পুলিশি অভিযান

৫৯৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
লোকনাথ দিঘির পারে পুলিশ অভিযান
পুলিশি সতর্ক কারা হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল কলেজের সময় লোকনাথ দিঘীর পারে আড্ডা দেয়া তরুণ-তরুণীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ওসি সেলিমের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। আজ (বোধবার) সকালে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কাউকে আটক করা না হলেও বিভিন্ন বয়সী তরুণ-তরুণীদের সতর্ক করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আড্ডা দিয়ে তরুণ সমাজ যাতে তাদের জীবন গড়ার গুরুত্বপূর্ণ সময়ে স্কুল-কলেজ ফাকি না দিতে পারে তাই এই নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।

অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট করে। যা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। আমরা বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে তাদের দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরো বেশি নজর দেয়ার আহ্বান জানান তিনি।

শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল,
বিভিন্ন পাবলিক প্লেসে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার সকালে শহরের ফারুকী পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ও বিভিন্ন বয়সী কিশোর-কিশরী কে সতর্ক করা হয়েছে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি