বুধবার দুপুর ২:৩৬, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং

সাংবাদিকদের অধিকার আদায়ে ভূমিকা রাখবে জাতীয় সাংবাদিক ক্লাব

৫১০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে “জাতীয় কাউন্সিল ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠান সফলের লক্ষ্যে ঢাকা টিকাটুলিস্থ চৌধুরী মলের ৫ম তলায় অস্থায়ী কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)’র সম্মানিত উপদেষ্টা, এশিয়ান এইজ পত্রিকার এসিস্ট্যান্ট এডিটর মাইন উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চ্যানেল টুয়েন্টিসিক্স’র চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাইফুল। সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা (দোজা) দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আকাশ, সিএন বাংলা টিভির চেয়ারম্যান আল মাহমুদ, জাতীয় সাংবাদিক ক্লাবের সদস্য মিতু মেহজাবিন, এনএটিভি২৪.কম এর সম্পাদক নূরজাহান আক্তার, বৃহত্তর কুমিল্লা ঐক্য পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ)’র সম্মানিত উপদেষ্টা, এশিয়ান এইজ পত্রিকার এসিস্ট্যান্ট এডিটর মাইন উদ্দিন আহমেদ বলেন সাংবাদিক সমাজ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। সাংবাদিকদের উপর বিভিন্ন সময়ে মামলা হামলা হচ্ছে। তাই সাংবাদিক সমাজকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে জাতীয় সাংবাদিক ক্লাব। সাংবাদিকদের অধিকার আদায়েও কাজ করছে জাতীয় সাংবাদিক ক্লাব। আমি আশা করছি জাতীয় সাংবাদিক ক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ে সফল হবে ইনশা আল্লাহ।

এ সময় জাতীয় সাংবাদিক ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম সাইফুল বলেন- মূলত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে কাজ করার জন্যই জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় সাংবাদিক ক্লাব অদূর ভবিষ্যতে এগিয়ে যাবে বহুদূর।

জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দি তিতাস বলেন- আমরা জাতীয় সাংবাদিক ক্লাব নিয়ে সারা দেশে কাজ করছি। ক্লাবের কর্মকান্ড অব্যাহত রাখতে এবং সাংবাদিক সমাজের অধিকার আদায়ে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠান উপস্থাপনা করেন কাজী আল আমিন।

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি