শনিবার সকাল ১১:৩৭, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ২রা নভেম্বর, ২০২৪ ইং

শাকিল আহমেদ সৌরভ এর কবিতা

৬৯৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নিজেকে ভালোবাসো
শাকিল অাহমেদ সৌরভ

অাকাশ বন্ধু,
ভালোবাসা কাকে বলে যে ভালোবাসে সে জানে,
তবে ভালোবাসার শুদ্ধতা
তা কয়জনেই বা মানে।

ভালোবাসা হারালে হৃদয়ে যে
ক্ষতের সৃষ্টি হয়
সে’তো কোনদিনই মুছে যাবার বা শেষ হবার নয়।
শরীরকে অাঘাত করলে তবে মনের কষ্ট কি কমলো?
না, কমলো না।
জানি এ ব্যথা নিরাময়ের মতো কিছু নেই,
মুছবে না হৃদয়ের ক্ষত
কিছুতেই।

তবে নিজেকে বাহির থেকে অাঘাত করো না।
ভালোবাসার কাছে হেরো না।
সত্যি ভালোবাসা বেঁচে রবে হয়তোবা তুমিও থাকবে না,
কিন্তু ভালোবাসা থাকবে।
তুমি কোন নির্ঘুম গভীর রাতে সেই মেয়েটির চোখে জাগবে।
সে ছলনাময়ী ছলনায় ভুলে গেছে ভাবছো হয়তো,
হতেও পারে সে বাধ্য ছিলো
তাকে বাধ্য করেছিলো নই’তো।

বন্ধু,
নিজেকে ভালোবাসো,
ভালোবাসা অাবার ফিরে অাসবে।
নতুন নাম নিয়ে তোমার হৃদয়ে।
ভালোবাসার কি থাকে পৃথিবীতে?
সব’ই হারিয়ে যায়, শুধু সময়ের অপেক্ষায়।

অার সে’তো তোমার ছিলোই না।
নিজের প্রাণটাও তোমায় ছেড়ে যাবে।
সে কে’বা এমন তবে।
তাই বলি নিজেকে ভালোবাসো
সময় হলে সব’ই পাবে।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি