শনিবার সকাল ১১:৫৯, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর আওয়ামিলীগের সম্মেলনে আজান- নামাজের সময়েও বন্ধ করা হয়নি মাইক

৪৯৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
 শনিবার বিকেলে(৫অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে পৌর আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে আসরের আজানের সময় হলেও বন্ধ করা হয়নি মাইক।  উল্টো এসময় সম্মেলনস্থলে মুসিলম নামে এক নেতার অনুসারীরা ঢোল পিটিয়ে নাচানাচি করে।
এ অদ্ভুত পরিস্থিতি বন্ধ করতে সঞ্চালক বার বার অনুরোধ করেও ব্যর্থ হোন। পরে বাধ্য হয়ে মাইক হাতে নেন সম্মেলনের প্রধান অতিথি উবায়দুল মুকতাদির চৌধুরী(স্থানিয় এমপি)। তিনি কয়েকজন নেতার নাম ধরে আদেশ করেন- পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।
এদিকে নামাজের সময়ও মাইক বন্ধ না করায় মসজিদে মুসল্লিদের মাঝে ক্ষোভ লক্ষ করা গেছে। আলি আকবর নামের এক মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন- সভা-সমাবেশ যায় হোক না কেনো,  আজান এবং নামাজের সময় মাইক বন্ধ রাখা দরকার। নাহলে মাইকের আওয়াজ আমাদের নামাজের একাগ্রতায় বাধা সৃষ্টি করে।
সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় এবিষয়ে তাৎক্ষণিক
 নেত্রিস্থানিয় কোনো নেতার সাথে কথা বলা সম্ভব হয়নি।
জুনায়েদ আহমেদ:: শিক্ষার্থী

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি