রবিবার রাত ৪:২৫, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৯ই নভেম্বর, ২০২৪ ইং

সমাজ নষ্টে আমাদের কষ্ট

৫৩৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ আমার কষ্ট হয়, আমরা কি নষ্ট হয়ে গেছি? নষ্ট হয়ে গেছে আমাদের সমাজ। এসব প্রশ্ন ইদানিং প্রায়ই মনের মাঝে যন্ত্রণা দেয়। তা নাহলে একসাথে লেখাপড়া করে কীভাবে একজনকে দশ বারোজন মিলে পিটিয়ে মারতে পারি?

একটা সমাজের কতটুকু অধঃপতন হলে একই সাথে লেখাপড়া করা, একই ডাইনিংয়ে বসে খাওয়া, একসাথে চলাফেরা করা ভাই বা বন্ধুকে সারারাত ধরে পিটিয়ে হত্যা করতে পারে? আমার তো মনে হয় কুকুরেরাও এ রকম কাজ করতে পারে না। কারণ কুকুরগুলো ঝগড়া লাগলে দু-একটা কামড় হয়তো একটা অপরটাকে দেয়। কিন্তু কামড়িয়ে মেরে ফেলা এ পর্যন্ত চোখে পড়েনি। তাছাড়াও আমাদের দেশে বাবা ও চাচা মিলে নিজের সন্তানকে হত্যা করা- এরকম হাজারো ঘটনা প্রতিদিন চোখের আড়ালে ঘটে যাচ্ছে। আসলে এসবই হচ্ছে আমাদের সমাজের অধঃপতনের কারণে।

আসুন আমরা নিজের বিবেককে জাগ্রত করি, মানুষ মানুষকে কদর করতে শিখি। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এ কথা মনে-প্রাণে ধারণ করি। মানবতাকে সবার আগে প্রাধান্য দিন। তাহলে হয়তো আমাদের এই সমাজব্যবস্থার কিছুটা হলেও উন্নতি হবে।

এইচ এম জাকারিয়া : সহসম্পাদক, দেশ দর্শন

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি