শনিবার সকাল ১১:৪২, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৫০৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।র‌্যালিতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা প্রশাসক ডঃ কে এম কামরুজ্জামান সেলিম, প্রেসক্লাবের সভাপতি, মনসুর আলী, বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ জহিরুল হক, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নূরে আলম শাহ::ঠাকুরগাঁও প্রতিনিধি:

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি