বুধবার রাত ১:০০, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং

একের অধিক ফেইসবুক আইডি নেই আমার নিশ্চিত হয়েই সকলকে সতর্কবার্তা জানালাম

৪২৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আমি হাসনাইন আহমেদ হাওলাদার সকলকে সতর্কবার্তার মাধ্যমে নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার [Hasnain Ahmed Howlader] যার ফেসবুক প্রোফাইল লিং-https://www.facebook.com/profile.php?id=100008078568102 শুধুমাত্র এই আইডিটি’ই রয়েছে।

এছাড়া তার অন্য কোনো ফেইসবুক আইডি নেই এবং ভবিষ্যতে খোলারও ইচ্ছে নেই।
আমার এই একাউন্ট ব্যতিত অন্য কোন একাউন্ট থেকে কারো কাছে রিকোয়েস্ট আসলে তা কেউই গ্রহণ করবেন না। এবং কেউ যদি আমার পরিচয়ে বিভিন্ন অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য, সরকার বিরোধী ও ধর্ম বিরোধী বিভ্রান্তি ছড়িয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়, তার জন্য আমি দায়ী নই। আমার ব্যক্তিগত মোবাইল নম্বরঃ ০১৭৩৩ ৮৯৬ ৭০৭- ০১৮৩৩ ৯৯৬ ৭০৭।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি