বুধবার সকাল ১০:৪৩, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

উত্তরাধিকার

৬৫২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

 

প্রিন্সেস সামীহা নূর জারা

আমার একমাত্র উত্তরাধিকার
আজ ২য় শুভ জন্মদিন তার।

তুই যে আমার সারাদিনের গল্প গাঁথা
তুই যে আমার ইচ্ছে ঘুড়ি,নাটাই-সুতা।
তুই যে  আমার পরম চাওয়ার ভালোবাসা,
তুই যে মোদের দুটো মনের একটি আশা।
তোর কারণে নতুন করে স্বপ্ন দেখা
তোর কারণে নতুন করে বাঁচতে শেখা।

তোর জন্যে কত আপন জনে মসজিদে শিন্নি মানে
দরগাহে মানে সোনার চাঁদ,
নিশীথ রাতে দুহাত তুলে করি ফরিয়াদ।
তোর জন্যে কত তাবিজ কবজ পানি পড়া,
হরহামেশা যাওয়া আসা গাইনোকোলজিস্ট পাড়া।
তোকে ভেবে থমকে দাঁড়াই সামনে গিয়ে খেলাঘরে
কি চাই তব? কিনে দেবো দু’হাত ভরে।
অামার যত মহৎ আশা;অপূর্ণতা-পূর্ণ করার ভার
তুই যে হবি আমার যোগ্য উত্তরাধিকার।
বিশ্বটাকে করবে জয় ভালোবাসা দিয়ে
দুনিয়াবি সকল চাওয়া লুটাবে তোর পায়ে।
মনে ধ্যানে রাখিস ওরে অাখেরাতের ভয়
তোর সকল কাজে সহায় হবেন রব তা’য়ালা নিশ্চয়।
——————————————————–

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি