শনিবার সকাল ৭:৫৪, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

সরাইলে দুই বেকারিকে জরিমানা

৪৫৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছ বাজারে অভিযান পরিচালনা করে তিতাস বেকারি ও বিসমিল্লাহ বেকারির মালিককে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।
সরাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ পরিদর্শক গৌরপদ সাহা জানান, ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিতাস ও বিসমিল্লাহ বেকারিকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, স্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য পণ্যের মোড়কে আইন ও বিধি মোতাবেক সঠিক লেবেল সংযোজন, খাদ্যকর্মীদের কর্মকালীন উপযুক্ত পোষাক সরবরাহ ইত্যাদি নিশ্চিত না করলে পরবর্তীতে অভিযুক্ত প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে অথবা নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হবে মর্মে সংশ্লিষ্ট ব্যবসায়ী দের সতর্ক করা হয়েছে।

শেখ মো. ইব্রাহীম, সহ-সম্পাদক

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি