শনিবার সকাল ১০:৪২, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

মধ্য শরৎ

৬৫৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আশ্বীনের এই সকালটাতে

হালকা বাতাস বয়,
কামিনীরা সুবাস ছড়িয়ে,
জীবনের কথা কয়,
বিলের ধারের কাশফুলে
মনটা উদাস হয়,
নীল আকাশের শুভ্র মেঘ
শান্ত হয়ে রয়।
রবির কিরণ ঠিকরে পড়ে
পুরো ভূবনময়,
ডালে ডালে ফুলের হাসি
হৃদয় করে জয়,
এইতো রোদ,এইতো বৃষ্টি,
কখনোবা খন্ড প্রলয়,
মধ্য শরৎ বুঝে ওঠা
এতো সহজ নয়!

সিত্তুল মুনা সিদ্দিকা : শিক্ষিকা ও কবি

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি