বুধবার রাত ৪:৫৯, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

৮২৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রতিবারের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিজয়ী হয় সরাইল উপজেলা। বোববার বিকেল ৩টায় শহরের শিমরাইলকান্দি গ্যাস ফিল্ড এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। শিমরাইলকান্দি ঘাট থেকে বাইচ শুরু হয়ে মেড্ডা শ্মশান ঘাটে গিয়ে শেষ হয়।

নৌকাবাইচ উপলক্ষে তিতাসের দুই পাড়ের বাসিন্দাদের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সবাই। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই দূর-দূরান্তের ছোট-বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা হাজির হতে থাকেন। দুপুরের আগেই নদীর দুই ধার নৌকায় সয়লাব হয়ে যায়। এছাড়া নদীর পশ্চিম পাড়ের উঁচু দালানসহ বিভিন্ন স্থাপনায় উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। বাইচ চলাকালে বাদ্যযন্ত্রের আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রতিযোগীতা শেষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ব্রাহ্মনবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান. পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান মিসেস নাসিমা মুকাই আলী, বিজিএফসিএল এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: তৌফিকুর রহমান তপু ও সিভিল সার্জন ডা: মো: শাহ আলম  উপস্থিত ছিলেন।

সীমান্ত খোকন : বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

লঞ্চে যৌন হয়রানি