শুক্রবার বিকাল ৫:১৬, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

বিজয়নগর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

৬১৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে “শিক্ষকের মর্যাদার জয় হোক” শিরোনামে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার এবং ভাইস চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর সভাপতি জনাব সামসুদ্দিন মাসুদ, জান্নাতুল ফেরদৌস বাবলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক জনাব মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব আঃ হালিম ভুইয়া লিটনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে বিজয়নগর উপজেলা শাখার কমিটি গঠিত হয়। বিজয়নগর উপজেলার সভাপতি জনাব হারুনুর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের সাথে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সামসুদ্দিন মাসুদ, জেলা কমিটির সভাপতি জনাব গোফরান মোস্তফা খান, জেলার সিনিয়র সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক জনাব মোহাম্মদ শাহজালাল ও মহিলা সম্পাদক জনাব জান্নাতুল ফেরদৌস। কেন্দ্রীয় কমিটির সভাপতি সামসুদ্দিন মাসুদ তার বক্তব্যের প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
মোঃ দ্বীন ইসলাম খাঁন, বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি