শুক্রবার বিকাল ৫:০৬, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কবিতা : বাবা

৫৩১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বাবা নামটি বড়ই মধুর, সদা হাসিখুশি!

শত ব্যস্ততায় আগলে রাখতে, চেষ্টা করে বেশি।

বাবা তুমি নেই এই পৃথিবীতে,

তোমার শূন্যতায় অন্ধকার এই ধারাতে।

বাবা তুমি বড্ড ছিলে ভালো

তোমার মতো হয় না এত জ্ঞানের অালো।

তুমিই তো শিখিয়েছিলে মাথা উঁচু করে বাঁচতে

তোমার দেখানো পথে এগিয়ে যাব সত্যের পথে লড়তে।

তুমি ছাড়া আজ আমি বড্ড একা

তুমার আদর্শ আর অনুপ্রেরনা আছে সখা।

বাবা তুমায় আজও খুঁজি সত্যের দিকনির্দেশনা

পেতে তুমার কথা আমায় আজও বীরের বেশে

শেখায় চলতে। আনন্দ খুঁশিতে যিনি শ্রেষ্ঠ ছিলেন

তিনিই বাবা নামের তরী হলেন। বাবা, তুমায় কতদিন

দেখি না তুমার রেখে যাওয়া স্মৃতি গুলো নিয়ে

বেশী ভালো না। কবে পাব দেখা বাবা তুমায়

আসবে কি স্নপ্ন যোগে দেখতে আমায়! বিরাট

খুঁশির আয়োজনে তুমি ছাড়া৷ আমি ছন্নছড়া

তুমাকে পেলেই আমি লিখব মনের মতো করে ছড়া।

কবে আসবে বাবা তুমি…..? এই বিরাট মহাপৃথিবীর

জমকালো আয়োজনে হাসিখুশি ফিরে পাবে গোটা

পরিবারের প্রয়োজনে। কতদিন ছিলে উপোস আমাদের

অন্ন যোগাড় এর নিমিত্তে তুমার মতো হয়,না বাবা এই যুগান্তরে।

অপেক্ষায় রইলাম বাবা আসবে যখন সবকিছুই জ্বলজ্বল করে জ্বলবে তখন।

 

 গোলাম কিবরিয়া

Some text

ক্যাটাগরি: কবিতা, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি