শুক্রবার বিকাল ৫:২১, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

এম আর পুষ্প’র কবিতা -প্রেম হয়ে গলে বাঁচি

৫৫৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

এসো না’ক প্রেম হয়ে গলে যায়
দু-জন দুজনার মাঝে
বরফ যেমন লীন হয়ে যায়
নদী কিংবা সাগরের মাঝে ।
এসো দুপুর গড়িয়েছে একাকার হয় সাঁঝে ।

সোনালী রোদের ওম পড়েছি আমি
পরম মমতায় বুকে টানিল আমায়
উষ্ণতার ছলে এসো না’ক তুমি
অনুভবের ছায়া মাড়িয়ে হৃদাত্মায়
প্রাণ সঞ্চারণের রসদ পান করি আমি ।
.
রচনা- ২১ শে কার্তিক ১৪২৩ বাংলা
৫ই নভেম্বর ২০১৬ ইং- শনিবার ।
গোকর্ণ ঘাট – ব্রাহ্মনবাড়িয়া- বাংলাদেশ

Some text

ক্যাটাগরি: কবিতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি