সোমবার রাত ১২:৫৯, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

আখাউড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউন্টারে ঔষধ চাওয়ায় রোগীকে মারধর

১১০২ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউন্টারে ঔষধ চাওয়ায় রোগীকে মারধরের অভিযোগ উঠেছে ফার্মাসিস্ট আওয়াল চৌধুরীর বিরুদ্ধে। রোববার (৭ এপ্রিল) উপজেলা হাসপাতালের ঔষধ বিতরণের কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মনির হোসেন (২৩) সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের বাসিন্দা। সে পায়ের আঘাত জনিত রোগে হাসপাতালের চিকিৎসা নিতে এসেছিলেন।

মনির হোসেন জানান, সে টিকিট সংগ্রহ করে ডাক্তারের চিকিৎসা পত্র নিয়ে ঔষধ বিতরণের (ফার্মাসিষ্ট) কাউন্টারের দায়িত্বরত আওয়াল চৌধুরীর কাছে স্লিপ দিয়ে ঔষধ চান। এসময় ঔষধ নেই বলে জানিয়ে দেয় ফার্মাসিষ্ট আওয়াল চৌধুরী।

এতে সে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আওয়াল চৌধুরী তাকে তালা দিয়ে আঘাত করেন। এতে মনিরের চোখে নিচে রক্তাক্ত জখম হয়। অল্পের জন্য রক্ষা পায় তার চোখ। এঘটনার খবর ছড়িয়ে পড়লে মূহুর্তে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তজিত জনতা ফার্মাসিষ্ট আওয়ালকে গালাগাল ও মারতে আসে। এসময় হাসপাতালের রোগীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

যদিও পরে ঔষধের কাউন্টার থেকেই তাকে ওই স্লিপের ঔষধ দেয়া হয় বলে জানান মনির। এ ধরনের দূর্নীতিবাজ ব্যক্তির বিচার দাবি করেন স্থানীয়রা। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধা করা হয়েছে। তবে ঘটনাটি দুঃখ জনক বলে মন্তব্য করেন তিনি।

অমিত হাসান অপু : আখাউড়া থেকে

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি