হীরাপুর কুড়িপাইকা মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ সানজিদা আক্তার গেল ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপণী পরিক্ষায় সাধারণ গ্রেডে (জিপিএ ৫ এ) গ্রেডে বৃত্তি পেয়েছে, সানজিদা হীরাপুর মধ্যপাড়ার খলিলুর রহমানের ৪র্থ মেয়ে, সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায় এজন্য দেশবাসী সহ সকলের নিকট দোয়া চেয়েছেন সানজিদা ও তার বাবা-মা।
হীরাপুর কুড়িপাইকা মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন আমরা খুবই খুশি সানজিদা বৃত্তি পেয়ে আমাদের স্কুল ও হীরাপুর গ্রামের মুখ উজ্জল করেছে এবং ভবিষ্যতে যেন সে আরো সাফল্য অর্জন করে দেশের সুনাম কুড়াতে পারে সেজন্য আমরা তার উজ্জল ভবিষ্যত কামনা করি।
মোঃ দ্বীন ইসলাম খাঁন, বিশেষ প্রতিনিধি
Some text
ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা
[sharethis-inline-buttons]