চৈতালী হাওয়া রঙিন হয়ে আবার এলো ফিরে,
দিন গড়িয়ে গোধূলি ক্ষণ এসেছে অতি ধীরে।
তপ্ত দুপুর ফাগুন দেখেই প্রহর গুণে এবার,
পাখপাখালী অধীর হলো ছায়ায় ফিরে যাবার।
দগ্ধ রবির মরিচিকায় রোদ্দুরে কাঠ ফাটে,
লেখায় আজি মন বসে না অলস সময় কাটে।
পুকুর পাড়ের পলাশ ডালে আছে বসে মাছরাঙাটা,
চুপটি থেকে চঞ্চল শুধু ধ্যানী রঙিন চঞ্চুটা।
সিত্তুল মুনা সিদ্দিকা : কবি ও শিক্ষিকা
Some text
ক্যাটাগরি: কবিতা
[sharethis-inline-buttons]