সোমবার রাত ২:২৯, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কবিতা : শূণ্যতা

৯৬৪ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

কত‌টি বসন্ত পে‌রি‌য়ে এলাম
‌হালখাতা খু‌লে দে‌খি‌নি কখ‌নো,
যোগ বি‌য়ো‌ে‌গের ফলাফল কি পেলাম!
‌ ‌হি‌সে‌বের সময় হয়‌নি এখ‌নো।

সেই যে ধূ‌লোবা‌লি মাখা গা‌ঁয়ে
হামাগু‌ড়ি দি‌য়ে শুরু হ‌লো পথ চলা
থামা‌তে অা‌সে‌নি কেহ
অার থামে‌নি ‌এখ‌নো সেই কোমল দেহ।

হা‌ঁটি হাঁ‌টি পা পা ক‌রে পথ চলা
গ্রাম থে‌কে মফস্বল শহ‌রে হ‌লো তাবু ফেলা।
কত রোমাঞ্চ কত উ‌ত্তেজনা
ব‌য়ে অান‌লো রক্ত নদীর‌ ভেলা।

সা‌থে উত্থান পত‌ন অার অব‌হেলা।
সব কিছু উৎরি‌য়ে গেলাম রাজধানী শহর,
‌দেখলাম রঙ বের‌ঙের সাফ‌ল্যের বহর।
তবু কিচ্ছু ভা‌লো লা‌গে না অামার,
যে দি‌কে তা‌কা‌ই বিশাল শূণ্য দেখ‌তে পাই।
কেবলই শূণ্যতা অার শূণ্যতায় ভরা।

গ্রী‌ষ্মের খরতা‌পে পু‌ড়ে হ‌য়ে গেল সব
ক্ষুধা, দা‌রিদ্র্য জ্বরা ।
কা‌লে ভা‌দ্রে সু‌যো‌গ এ‌লো
জ‌ড়োস‌ড়ো দে‌হে এব‌ড়ো থেব‌ড়ো চু‌লে
চ‌লে এলাম গোল‌কের উ‌ল্টো পি‌ঠে।

হিমবাহ, তাপীয় প্রবাহ দানবীয় রূ‌পে
ধী‌রে ধী‌রে কোমল ‌দেহটা‌কে বা‌নি‌য়ে ছাড়‌লো
উচ্চ গলনা‌ঙ্কের টাঙ্গ‌স্টেন তার।
‌কি‌সের চা‌হিদা রই‌লো অার!

এখন অা‌মি শুধু অা‌লো দেখ‌তে পা‌চ্ছি এ গ্র‌হের গোলীয় দর্প‌নে;
পাওয়া না পাওয়ার ভাবনাগু‌লো সন্তর্পনে উঁ‌কি মা‌রে অানম‌নে।
‌বি‌বে‌কের ক্যালকু‌লেটর্, দিকদর্শনের সূচক,

হিসেব ক‌ষে দেখা‌লো কর্ময‌জ্ঞের সবই অসার!
চা‌রি‌দি‌কে অামার শূণ্যতার বাহার,
‌নেই কো‌নো সীমানা তার;
কুন ফা ইয়া কুন, বিগ ব্যাং তত্ত্ব কোনটি অামার!

মোহাম্মদ সাইফুল ইসলাম
রচনাকালঃ ২৮/০২/২০১৯
প্রকাশকালঃ ০১/০৩/২০১৯

Some text

ক্যাটাগরি: কবিতা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি