শুক্রবার বিকাল ৪:৪৪, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১১ই অক্টোবর, ২০২৪ ইং

কবিতা : ব‌লির পাঠা মতবাদ

১০৫১ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

রক্তজবার নির্যা‌সের স্রোত, গ‌ড়ে‌ছে জমাটবাঁধা কা‌লচে বরফ নদী;

ব্যস্ততম শহ‌রেরর মানুষগু‌লো, নি‌রেট পাথ‌রের স্ট্যাচু,

ওরা বাকশ‌ক্তি হারা, সর্বহারা; অা‌ফ্রিকার কা‌লো মানুষগু‌লোর ম‌তো

শ্র‌মের বি‌নিম‌য়ে খাবা‌রের সা‌থে, গড়েছে লেনা-দেনার সম্পর্ক।

মানবতাবাদ হে‌রেছে অজস্রবার, ভূ‌গোল‌কের সব গোলা‌র্ধে

হিটলার মু‌সো‌লি‌নের দরবা‌রে। ফ্র‌য়েডীয় দর্শন গি‌লে‌ছে,

রক্ত সম্পর্ক‌কে। বা‌র্ট্রান্ড রা‌সেলের দর্শন লু‌কি‌য়ে‌ছে, ভোগবা‌দিতার অাঁচ‌লে।

মা‌র্ক্সের দ্বা‌ন্দ্বিক বস্তুবাদ হা‌রি‌য়ে‌ছে মাও, লে‌লিন অার স্টা‌লি‌নের

মতাদ‌র্শিক দ্ব‌ন্দ্বে, অাব্রাহামের গণতন্ত্র মিতালী ক‌রেছে ‌

ট্যাচু অব লিবা‌র্টির সা‌থে। প্র‌তি‌দিন কথা ব‌লে, ‌বোবা কান্নাও ক‌রে,

নতুন নতুন পর্যট‌কের সা‌থে। ভাব বি‌নিময়ও চ‌লে ক্ষ‌ণি‌কের ত‌রে;

ধর্মীয় মতবাদগু‌লোও অপা‌ত্রে ব‌ন্দি হ‌য়ে কাঁতরা‌চ্ছে।

বঙ্গীয় গণপ্রজাতন্ত্র ‌হিমাগা‌রের দেয়াল ছে‌দে‌ছে,

উপসাগর পা‌ড়ি দি‌য়ে প্যা‌সি‌ফি‌কের ওপা‌রে, অ‌পেক্ষারত ঘা‌মের অ‌ধিকার;

ভূখা নাঙ্গা মি‌ছি‌লের তাড়‌নে ঝাঁপসা হ‌য়ে‌ছে মূল্য‌বোধগু‌লো।

তবু প্রজন্ম ভক্ষক দানব, একটা ক‌রে অাঙ্গুল পরখ ক‌রে,

মোটা-তাজা হ‌লো কি না দে‌খে, হৃষ্টপুষ্ট হ‌লেই ভোজন চ‌লে প্রাতরা‌শে!

অসহায় মতবাদগু‌লো ডাই‌জেস্ট হয়, ট্রিপ‌সিন, ই‌রেপ‌সিন

অার মিউ‌সি‌নের পাকস্থলীয় ক্রিয়ায়।

রচনাকাল : ৩০ জানুয়ারি, ২০১৯

মোহাম্মদ সাইফুল ইসলাম : নিউ ইয়য়র্ক

প্রকাশকাল: ৩১/০১/২০১৯

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি