রবিবার সকাল ৯:১৩, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ. ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঘাটুরায় বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

৭৩৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় বাসচাপায় যাত্রীবাহী অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো: হোসেন। তিনি বলেন, দুপুরে দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহত দুইজনই পুরুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে থানার ওসি মো. হোসেন।

সায়মন ওবায়েদ শাকিল : বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি