রবিবার সন্ধ্যা ৬:৩৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ১০ই নভেম্বর, ২০২৪ ইং

বিএনপি প্রার্থী প্রিয়াংকার গাড়ীতে হামলা,ভাংচুর

৮১৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

শেরপুর সদর ১ আসনের বাংলাদেশের সর্ব কনিষ্ঠ ও বিএনপি মনোনিত প্রার্থী ডাঃসানসিলা জেবরিন প্রীয়াংকার গাড়ি বহরে হামলা করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর অনেক জন নেতা কর্মী অাহত হয়েছে বলে জনান তিনি।

গত সোমবার বিকাল ৩:৩০ মিনিটের সময় গনসংযোগ এর জন্য শেরপুর জেলার ঘুঘরাকান্দির উদ্দেশ্যে তিনি ও তাঁর নেতাকর্মীরা গাড়ি করে রওনা হন। বিকাল ৪ ঘটিকার সময় সেখানে পৌঁছালে বিরোধী স্থানীয় নেতা কর্মীরা গণসংযোগে বাঁধা দেয়। সেখান থেকে ফিরে আসার সময় স্থানীয় বিরোধী নেতা কর্মীরা পেছন থেকে লাঠিসোটা নিয়ে বিএনপি মনোনিত প্রার্থীর গাড়ি বহরে হামলা করে। তারা গাড়ির পিছনের ও দুই সাইডের কাঁচ ভেঙে ফেলে। এসময় বিএনপির ১০ জনের ও বেশি নেতা কর্মী অাহত হয়। হামলার প্রতিবাদে বিএনপি নেতা কর্মীরা সুষ্ঠু বিচারের দাবিতে রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎ করেন। সুষ্ঠু বিচারের দাবিতে রিটার্নিং অফিসারের সাথে দেখা করার সময় সাথে থাকা ১১ নেতাকর্মীকে অাটক করেছে পুলিশ। এসময় তিনি সাংবাদিকদের জানান, হামলার সুষ্ঠু বিচারের দাবিতে প্রয়োজন হলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পর্যন্ত দেখা করবেন।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি