মঙ্গলবার রাত ২:২৯, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

স্বাধীনতার ছড়া : জুবায়ের হোসেন দুখু

৭৫৯ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

স্বাধীনতা তুমি রক্তে

ভেঁজা বাংলার নাম
স্বাধীনতা তুমি রক্তে
কেনা বাংলার দাম।

স্বাধীনতা তুমি আমার
বৃদ্ধা বাবা স্বপ্ন
স্বাধীনতা তুমি আমার
ধর্ষিতা বোনের রত্ন।

স্বাধীনতা তুমি হাজার
মায়ের হারানো সন্তান
স্বাধীনতা তুমি হাজার
বাবার রক্তের অনুদান।

স্বাধীনতা তুমি বাংলার
প্রতি প্রাণের আশা
স্বাধীনতা তুমি বাংলার
মানুষের ভাল বাসা।

জুবায়ের হোসেন দুখু

Some text

ক্যাটাগরি: ছড়া

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি