শুক্রবার রাত ৮:৪৫, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ২০শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

দুঘর্টনায় নিহত ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন

৭৮৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

নাসিরগরে সড়ক দূর্ঘটনায় নিহত ইউপি চেয়ারম্যান এর দাফন সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান খান (৬০) এর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।  আজ ২১ ডিসেম্বের রোজ শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় গোর্কণ ঈদগাহ মাঠে  মরহুমার জানাযার নামাজ সম্পন্ন শেষে তার নিজ গ্রামের  পারিবারিক গোরস্থানে  দাফন সম্পন্ন  হয়েছে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজের জানাযায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য সাধারণ মানুষের ঢল নামে।মরহুমার জানাযার নামাজের পর পরই তাদের প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন । 

উল্লেখ্য গত ২০ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে গোর্কণ নিজ গ্রামের বাড়ি থেকে চৈয়ারকুড়ি বাজারে আসার পথে টমটম উল্টে মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত হওয়ার পর চেয়ারম্যান  হাসান খানকে প্রথম নাসিরনগর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে  তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে  নেয়ার পথে রাস্তায় শেষ নিঃশেষ ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে পুরো  এলাকা জুড়ে শোকের ছাঁয়া নেমে পড়েছে।

সায়মন ওবায়েদ শাকিল।বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।

 

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি