শুক্রবার সন্ধ্যা ৬:৩৯, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং

টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেলো বাংলাদেশ

৭৬০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জুবায়ের দুখু : রোববার সকালে এক ঘণ্টারও কম সময়ে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট জিম্বাবুয়ের ১১৪।
এর আগে বাংলাদেশ দুইশ রানের লিড পেয়েছিল একবারই। সবশেষ সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে লিড ছিল ২১৮ রানের। তবে সেবার ফলো অন করায়নি বাংলাদেশ।

৫৮ রানে ৭ উইকেট নিয়ে এবার ধ্বংসযজ্ঞের নায়ক মিরাজ। টেস্টে বাংলাদেশের তৃতীয় সেরা বোলিং এটি। তবে কোনো অফ স্পিনারের ৭ উইকেট এটিই প্রথম। অথচ দিনের শুরুটা মিরাজের ছিল তিক্ত। নিজের প্রথম বলেই ছক্কা হজম করেছিলেন শিমরন হেটমায়ারের ব্যাটে। পট পরিবর্তনের শুরুও সেই হেটমায়ারকে ফিরিয়ে। বিপজ্জনক ব্যাটসম্যানকে ফিরতি ক্যাচে ৩৯ রানে থামান মিরাজ।

সেটি কেবলই শুরু। পরের ওভারেই শিরাজের শিকার দেবেন্দ্র বিশু। তার পরের ওভারে কেমার রোচ। ওয়েস্ট ইন্ডিজ তখন ৮ উইকটে ৯২। প্রথমবার প্রতিপক্ষকে একশর নিচে গুটিয়ে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে।

শেন ডাওরিচ টিকে ছিলেন বলে সেটি হয়নি। তবে খুব বেশি দূর যেতেও পারেনি তারা। ডাওরিচকে ৩৭ রানে থামিয়ে মিরাজ নেন সপ্তম উইকেট। শেষ উইকেট নিয়ে ইনিংস শেষ করে দেন সাকিব। হাসিমুখে মাঠ ছেড়ে বাংলাদেশ অধিনায়ক আবার ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ানদের।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৪ ওভারে ১১১ (আগের দিন ৭৫/৫)(হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; সাকিব ১৫.৪-৪-২৭-৩, মিরাজ ১৬-১-৫৮-৭, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।

Some text

ক্যাটাগরি: চিন্তা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি