রবিবার সকাল ৬:২৫, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই অক্টোবর, ২০২৪ ইং

ঐক্যফ্রন্ট প্রার্থী কে এই তরুণী?

৭৮০ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

তিনি হচ্ছেন ডাঃ সানসিলা জেবরিন প্রীয়াংকা। শেরপুর-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও বাংলাদেশের সর্বকনিষ্ঠা প্রার্থী তিনি। বর্তমানে তার বয়স ২৫ বৎসর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হযরত আলীর কন্যা তিনি।

২০১৭ সালে দায়ের করা এক মামলায় হযরত আলী কারাগারে আছেন বলে তার নমিনেশন বাতিল করা হয় এবং তার পরিবর্তে তার মেয়েকে নমিনেশন দেয় বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট। শেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে লড়ছেন তিনি। ইতিমধ্যে তিনি শেরপুরের বিভিন্ন ইউনিয়নে জনসভা ও উঠান বৈঠক করেছেন। তিনি তাঁর নির্বাচনী প্রচারণা খুব জোরেসুরে করছেন এবং ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন ভোটের জন্য।

শিক্ষিত, তরুণ, সাহসী ও নবীন মুখ হওয়ায় ভোটাররাও তাকে সমর্থন করছেন।তিনি বলেছেন, তিনি যদি নির্বাচনে জয়ী হন সমাজের যুবকদের জন্য কর্মসংস্থান গড়ে তুলবেন।শেরপুরকে মডেল সিটি বানাবেন। যেহেতু তিনি একজন নারী  এবং ডাক্তার, সেজন্য তিনি শিশু ও নারীদের নিয়েও কাজ করবেন। তিনি আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চান তিনি।

জুন্নুন আহমেদ : শেরপুর প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা, নির্বাচন

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি