শুক্রবার দুপুর ২:৩২, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং

‘আশা’র উদ্যোগে TSS এর বিশেষ প্রশিক্ষণ

৮৫৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রেসক্লাবে ৮ই নভেম্বর আশা সদর জেলার আয়োজনে  SMAP প্রকল্পভুক্ত সকল কর্মীদেরকে দিনব্যাপী TSS বাস্তবায়নের উপর  এক দিনের রিফ্রেসার  প্রশিক্ষণ দেয়া হয়।উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্রাক্ষণবাড়িয়া জেলার ডিএম জনাব মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কানসালটেন্ট(কৃষি) আশা ঢাকা এম এ সালাম। ব্রাক্ষণবাড়িয়া জেলার আর এম(এগ্রি) মোঃআবু বক্কর সিদ্দিকের উপস্থাপনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.ডি(কৃষি) আশা ঢাকা মোঃ খুরশীদ আলম,বাংলাদেশ ব্যাংকের এ.ই.এস মোঃ আব্দুর রুউফ,বাংলাদেশ ব্যাংকের এল.ই.এস মোঃ ইকবাল সহ জেলার সকল বিএম,আর এম,ডিএম উওস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে  ক্ষুদ্র   মাঝারি প্রান্তিক চাষী এবং কৃষি প্রেম নির্ভর নতুন উদ্যেগতা তৈরি করা ও সদস্যদের ঋন দেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি