বুধবার রাত ১১:৪৫, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে করোনা মোকাবেলায় সোনালী ব্যাংকের অর্থ-সহায়তা

২৪৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

ঠাকুরগাঁওয়ে করোনা মোকাবেলায় জেলার অসহায় সংস্কৃতিকর্মী প্রাপ্তিক জনগোষ্ঠী, হতদরিদ্র, সাময়িক কর্মহীন ও ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ কর্পোরেপট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও সোনালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখার সহায়তায় বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আবু হেনা গোলাম সাইয়েদে সাকলাইনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ব্যাংকের ঠাকুরগাঁও শাখার এজিএম নিরঞ্জন রায়, বিদায়ী ব্যবস্থাপক আব্দুল হামিদ, সিনিয়র অফিসার অনুপম মনি, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো: আব্দুল কাইয়ুম খান।

এ সময় ৮৮ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ২ হাজার করে টাকা বিতরণ করেন অতিথিরা।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি