শনিবার সকাল ৭:০২, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ. ২৭শে জুলাই, ২০২৪ ইং

মহানন্দে চলছে আমেরিকার ভোটগ্রহণ

৫১৬ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

বিশ্বের ‘মহাশক্তিধর’ দেশ আমেরিকায় জাকজমক পরিবেশে চলছে ভোট গ্রহণ। আর এই ভোটে গ্রহ‌ণে আমাদের বাঙালিরাও পিছিয়ে নেই।

আমেরিকান নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান তাজুল ইসলাম বাবুর সঙ্গে আলাপকালে জানা যায়, গত বছরের তুলনায় এবারে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। মানুষ অতি উৎসাহের সহিত ভোটকেন্দ্রে লম্বা লাইনে অপেক্ষা করে ভোট দিয়ে নির্বাচন করতে চায় তাদের আগামী প্রেসিডেন্ট।

একদিকে রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। আমেরিকান বিভিন্ন এনজিও সংবাদ সংস্থা জরিপে জো বাইডেন অনেকটাই এগিয়ে আছে। তবে নিশ্চিত করে বলা যায় না কে হবে আগামী দিনের আমেরিকান প্রেসিডেন্ট।

এ বছর অধিক সংখ্যক মেইলিং ভোটের জন্য একটু বিলম্বিত হতে পারে ভোট গণনা এবং ভোটের রেজাল্ট। এর জন্য অপেক্ষা করতে হতে পারে জনগণকে দু-একদিন।

আর এরই মধ্যে বিশ্ববাসী অপেক্ষায় আছে কে হবে আমেরিকার আগামী দিনের প্রেসিডেন্ট। এমন একজন প্রেসিডেন্ট প্রত্যাশা করে আমেরিকান জনগণ তথা বিশ্ববাসী, যে কিনা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।

Some text

ক্যাটাগরি: খবর, মতামত

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি