মঙ্গলবার দুপুর ১২:১৮, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ. ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মনিরুজ্জামান সিরাজীর জানাজায় লাখো মানুষের ঢল

৮৮৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

প্রখ্যাত আলেম, জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহ. জানাজা শেষে দাফন করা হয়েছে গতকাল (৯ আগস্ট) আছরবাদ।

রোববার আসর নামাজের পর জেলা সদরের ভাদুঘরে জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসায় উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহ. এর নাতী মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, মাদরাসার শিক্ষক-ছাত্র, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।জানাজার পূর্বে আল্লামা নূর হোসাইন কাসেমী, শায়খ সাজিদুর রহমান, মুফতি মোবারক উল্লাহ, মুফ‌তি শামসুল হক সরাইলী, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, রাফি বিন মনির, কেফায়েতুল্লাহ আজহারী, আব্দুল বাতেন কাসেমী,

আ‌রো পড়ুন> ম‌নিরুজ্জামান সিরাজী আর নেই

হুজুরের ছেলে এমদাদ উল্লাহ সিরাজী, তানভীর আহমদ সিরাজী, হেদায়েত উল্লাহ সিরাজী, কামাল উদ্দিন কাসেমী, আব্দুল হান্নান কাসেমী, মাওলানা হারুন, বুরহান উদ্দীন আল মতিন, ইউসুফ ভূঁইয়া, হাফিজুর রহমানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। প‌রিচালনায় ছি‌লেন মাওলানা ইসমাইল ভূঁইয়া ও আনোয়ার বিন মুসলিম।পরে ভাদুঘরেই উনার পিতা উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মোফাছ্ছিরে কোরআন বড় হুজুর মরহুম আল্লামা সিরাজুল ইসলাম সাহেবের কবরের পাশে দাফন করা হয়।

Some text

ক্যাটাগরি: মতামত

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি