বুধবার সকাল ১১:৪১, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৬ই নভেম্বর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে আরও ৯ জনের করোনা শনাক্ত

৫২৫ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪ জনই পৌরসভার।

কলেজপাড়ায় স্বামী স্ত্রী ২জন, স্বামী জেলা নির্বাচন অফিসের নিরাপত্তা প্রহরী বয়স (২৮),স্ত্রী( ৯),শাহপাড়ায় ১ জন পুরুষ(২৮) চৌরাস্তা মোবাইল শোরুম এর সেলসম্যান, হাজীরমোড়ে দক্ষিণ জগন্নাথপুর ১ জন পুরুষ (৪২) ( প্যাথলজিস্ট)।

এছাড়া পীরগঞ্জ উপজেলায় ২ জন নারী।
একজন পীরগঞ্জ পৌরসভার, রঘুনাথপুর।
বয়স( ২৩) তিনি বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং ২৫ এপ্রিলে পীরগঞ্জে আসেন। অন্যজন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স।

রাণীশংকৈল উপজেলায় ২জন,একজন শিশু (১০) পরিবারের সাথে ঢাকায় থাকতেন তার বাবা পজিটিভ ছিল। অন্যজন পুরুষ (৩৩) । তিনি গাজীপুরের লেবারের কাজ করতেন।

বালিয়াডাঙ্গী উপজেলার হলদি বাড়ি গ্রামের ১জন পুরুষ ( ৪৫) তিনি বাংলাদেশ নৌবাহিনী সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ।
তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী শ্বশুর বাড়িতে অবস্থান করছেন।
রবিবার (৭ জুন) রাতে সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জন। এদের মধ্যে ৪৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয় ২জনের।

সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি