রবিবার দুপুর ২:৪৭, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা নভেম্বর, ২০২৪ ইং

ভারী বর্ষণে বীজতলা পানির নিচে: ধান সবজি মরিচ চাষীরা ক্ষতিগ্রস্থ

৪২৩ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

গত কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে টানা ভারী বর্ষণে চলতি মৌসুমে আমন ধানের চারাসহ বীজ তলা পানিতে ডুবে গেছে আবার কোথাও ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। চলতি মৌসুমের আমন ধানের বীজতলা ও বপনকৃত কৃত বীজ তলা টানা ভারী বর্ষণের ফলে পানিতে ডুবে যায় এছাড়া সবজি ও মরিচ পনিতে ভরে গেছে। এবং সবজি ও মরিচ চাষীরা ক্ষতি গ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন জায়গা পরিদর্শনে দেখা যায়।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা বলে জানা যায়,কৃষকেরা সাংবাদিক বলেন যদি আর টানা বর্ষন না হয় তাহলে বৃষ্টির পানি ধীরে ধীরে কমে গেলে বীজ তলা ও রোপনকৃত চারা বাঁচবে।আর মাত্র কয়দিন পরেই ধানের বীজ তোলা ও আমন ধানের চারা রোপন করা হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার মোঃগোলাম সারওয়ার সাংবাদিক জানান পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ হেক্টর জমির বীজ তলা বর্তমানে পানিতে ডুবন্ত রয়েছে। বৃষ্টি এখন থেমে গেলে হয়ত বীজ তলা বেঁচে য়াওয়ার সম্ভাবনা আছে এছাড়াও ২ হাজার হেক্টর সবজি ফসল পানিতে রয়েছে তবে সবজি চাষীরা ক্ষতি গ্রস্ত হয়েছেন।আবার কোথাও মরিচ ডুবে রয়েছে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি