সোমবার রাত ১:০২, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ. ৩রা নভেম্বর, ২০২৪ ইং

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

৫৭৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (কভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। আজ শুক্রবার ২৬ জুন দুপুর ২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মো. সেলিম করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত দুই সপ্তাহ ধরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে সব চেষ্টা ব্যর্থ হয়ে আজ দুপুর ২টায় তিনি মারা যান। তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের জন্ম শরিয়তপুরে। স্নাতক সম্পন্ন করার পরে তিনি বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত হন। তিনি ঢাকার রমনা ভবনে বড় কাপড়ের দোকান ‘সুমন ক্লোথ স্টোর’ এবং ইস্টার্ন প্লাজার সেন্ট্রাল প্লাজার স্বত্ত্বাধিকারী ছিলেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

হাসনাইন আহমেদ হাওলাদার: বিশেষ প্রতিনিধি

Some text

ক্যাটাগরি: খবর

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি