বৃহস্পতিবার সকাল ৯:১৩, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

পাঁচবিবিতে গোপন বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে মৎস্যচাষীর মৃত্যু

৩৭৮ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগীর খামারের গোপন বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে অফির উদ্দিন (৬৫) নামের এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।

সে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ গ্রামের মৃত ছকুমদ্দিনের ছেলে।

জানা গেছে, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ গ্রামের মুরগীর খামারী আইনুল তার খামারে নিয়মিতই গোপন তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। আজ ওই খামারের পাশ দিয়ে একই গ্রামের মৎস্যচাষী মৃত ছকুমদ্দিনের পুত্র অফির উদ্দিন রোববার দুপুরে নিজ পুকুরের মাছ দেখতে গিয়ে গোপন বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে যায়। এসময় সে দাফাদাফি করতে থাকলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত অফির উদ্দিনের পরিবার ও প্রতিবেশীরা জানান, আইনুল নিয়মিতই গোপন তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। স্থানীয়রা দূর্ঘটনার আশংকায় গোপন তারে বিদ্যুৎ সংযোগ বন্ধের অনুরোধ করলেও খামারী আইনুল প্রতিবেশীদেরকে হাশুয়া দেখিয়ে মারধরের হুমকি দিতো। গোপন বিদ্যুৎ সংযোগের বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াতকেও অবহিত করা হলেও তিনি কোন প্রদক্ষেপ গ্রহণ করেননি। ঘটনার পর থেকে খামারী আইনুল ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

শফিউল বারী রাসেল, জয়পুরহাট থেকে।

Some text

ক্যাটাগরি: খবর, নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

Leave a Reply

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি