বৃহস্পতিবার সকাল ৯:৩৫, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ. ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং

মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও রমজান উপলক্ষে ৩০% কমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয়

৪৪৭ বার পড়া হয়েছে
মন্তব্য ০ টি

জনস্বার্থে একদল যুবকের উদ্যোগে বিগত কয়েক সপ্তাহ ধরে মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ৩০% কমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করে যাচ্ছে।
আজ রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রমজান উপলক্ষে কিছু অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান পিপিএম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, চেম্বার এন্ড কমার্সের সভাপতি বাবলুর রহমান বাবলূ প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উদ্যোগকারী ফারুক হোসেন জুলু সহ জুলুম বস্তি’র যুবক দল।

জুলু তার উপস্থাপনায় ধন্যবাদ জানিয়ে বলেন,জুলুম বস্তি’র নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ৩০% কমে বিক্রি করা হচ্ছে।

যা থেকে প্রতিদিনই ভু্র্তুকী দিতে হচ্ছে।
এছাড়া জুলু আরো বলেন,এ কার্যক্রম পরিচালনা করতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর বাবু ভাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এছাড়া এক মহিলা নিজের হাতে তৈরিকৃত মাস্ক প্রত্যেকের মাঝে বিতরণ করেন।


এ সময় পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম সকলের উদ্দেশ্যে বলেন, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে নিরাপদে থাকুন।

Some text

ক্যাটাগরি: নাগরিক সাংবাদিকতা

[sharethis-inline-buttons]

আমি প্রবাসী অ্যাপস দিয়ে ভ্যাকসিন…

লঞ্চে যৌন হয়রানি